জীবন বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


101) আয়তনে বৃহৎ প্রাণীকোশ—
A) নার্ভকোশ
B) রেমি উদ্ভিদের তন্তু
C) উটপাখির ডিম
D) মাইকোপ্লাজমা

102) পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়—
A) কঠিন খাদ্য
B) তরল খাদ্য
C) কঠিন তরল খাদ্য
D) অর্ধতরল খাদ্য

103) স্নেহপদার্থ সঞ্চিত থাকে—
A) অলিউরোনোপ্লাস্ট
B) এলাইওপ্লাস্ট
C) লিউকোপ্লাস্টে
D) অ্যামাইনোপ্লাস্ট

104) RNA-এর একটি বেস হল—
A) সাইটোসিন
B) গুয়ানিন
C) ইউরাসিল
D) অ্যাডেনাইন

105) কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় ?
A) মশা
B) প্রজাপতি
C) আরশোলা
D) মৌমাছি

106) মুখ দিয়ে খাদ্যের অপচয় অংশ নির্গমন করে কোন প্রাণী--
A) তারা মাছ
B) হাইড্রা
C) ব্যাংক
D) ফড়িং

107) উইপোকার অন্ত্রে মিথোজিবি রূপে বসবাসকারী আদ্যপ্রাণীটি হলো নিম্নের কোনটি ?
A) ট্রাইকোনিস্ফ
B) প্লাসমোডিয়াম
C) ট্রিপানসোমা
D) লিস্টম্যানিয়া

108) অমেরুদণ্ডী প্রাণীর রক্তরঞ্জক কোথায় থাকে?
A) লসিকা
B) রক্ত কণিকা
C) রক্তরস
D) কোনোটিই নয়

109) প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল__
A) রক্তকোষ
B) স্নায়ু কোষ
C) পেশী কোষ
D) যকৃৎ কোষ

110) প্রাণীদেহের থাইরক্সিন হরমোনের একটি প্রধান উপাদান হলো--
A) সালফার
B) লৌহ
C) আয়োডিন
D) তামা

111) নিচের কোনটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী?
A) হাঙর
B) সাপ
C) বাদুর
D) টিকটিকি

112) যে ক্রোমোজোম প্রাণীদেহে লিঙ্গ নির্ধারণ করে, তাদের বলা হয়
A) অটোজোম
B) অ্যালোজোম
C) পলিটিন ক্রোমোজোম
D) কোনোটিই নয়

113) ভেল্টিবু কী?
A) মানুষের দেহে বসবাসকারী পরজীবী
B) রোগ বহনকারী জীব
C) রোগ সৃষ্টিকারী আদ্যপ্রাণী
D) কোনটিই সঠিক নয়

114) নিচে দেওয়া কোনটি জীবিত প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য--
A) শ্বাস-প্রশ্বাস নেয়ার ক্ষমতা
B) যৌন ক্ষমতা
C) চলা ফেরা করার ক্ষমতা
D) খাওয়ার ক্ষমতা

115) অযৌন জনন যৌন জনন এর থেকে ভিন্ন, সেহেতু অযৌন জননের নিম্নের কোন ঘটনাটা লক্ষ্য করা যায় ?
A) সন্তানদের মধ্যে কিছু পার্থক্য
B) প্রজননে গ্যামেট সৃষ্টি
C) নতুন প্রাণী গুলো তাদের পিতা-মাতার সাথে অনুরূপ হয়
D) গ্যামেটের নিউক্লিয়াসদ্বয় জুড়ে যায়

116) আইরিস নিম্নলিখিত অংশের সম্মুখভাগ
A) রেটিনা
B) কোরয়েড
C) স্লেরা
D) কর্নিয়া

117) গরুর দুধে কোন উপাদান থাকার জন্য দুধের রং ঈষৎ হলুদ হয়
A) ক্যারোটিন
B) ল্যাকটোজ
C) রাইবোফ্লোবিন
D) রাইবুলোজ

118) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হল
A) 0.01 mg/litre
B) 0.1 mg/litre
C) 0.001 mg/litre
D) 1 mg/litre

119) AIDS ভাইরাস হল একটি
A) DNA ভাইরাস
B) DNA অথবা RNA ভাইরাস
C) DNA এবং RNA ভাইরাস
D) RNA ভাইরাস

120) সমুদ্র কলম (Sea-pen) একটি
A) অ্যান্থেজোয়া
B) স্কাইফোজোয়া
C) হাইড্রোজোয়া
D) এর কোনোটিই নয়